উম্মে সালমা তিন্নীর কবিতাঃ যে সুখ অসুখেই

যে সুখ অসুখেই
উম্মে সালমা তিন্নী

এ কয়েক দিনের পরিচয়ে তোমার কথোপকথন
মস্তিষ্কের অনেকটাই দখল করে বসেছে।
তাই যখন তখন শব্দমালার অনাকাঙ্ক্ষিত বিচরণ
কিংবা তোমার উপস্থিতির কথা শুনে
কেউ যদি বলে অলীক প্রত্যক্ষণ
কিংবা আমার সিজোফ্রেনিয়া হয়েছে
তখন কিন্তু আমি মোটেই ভীত হব না
অভিযোগ ছুড়ে বলবো না-
থ্যালামাস ভুল কার্যে মগ্ন
কারণ অসুখটা আমি নিজেই ডেকেছি
নিজেই কাছে এনেছি
দমিয়ে নিয়েছি প্রতিরোধ ক্ষমতা ।

আমিও যে চাই আমার এ অসুখটাই হোক।

আরো পড়ুনঃ উম্মে সালমা তিন্নীর কবিতাঃ জীবন কথা

Share this post

PinIt
scroll to top