জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা ব্যুরোঃ কুমিল্লার স্থানীয় একটি জনপ্রিয় দৈনিক পত্রিকার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুর (৩৫) বাসায় প্রবেশ করে তাকে হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাত সন্ত্রাসীরা। এ সময় তারা বাড়ির বাইরে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে।
রোববার (২৪ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ইমতিয়াজ আহমেদ কোতয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।
ডায়েরি সূত্রে জানা যায়, ইমতিয়াজ আহমেদ নগরীর কাশারীপট্টির বাসিন্দা। রোববার অজ্ঞাতনামা ৯জন ৩টি মোটরসাইকেলে এসে তার বাসায় প্রবেশ করে। কিন্তু তাকে না পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে বাসার বাইরে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে সন্ত্রাসীরা চলে যায়।
ইমতিয়াজ আহমেদ জিতু জানান, কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচনে আমি সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়েছি। প্রার্থী হওয়ার পর থেকেই আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য বিভিন্নভাবে হুমকি ও চাপ প্রয়োগ করা হচ্ছে।
ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সোহান সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে পরিদর্শন করেছি। বিষয়টির তদন্ত চলছে। পুলিশ টহল অব্যাহত রয়েছে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. সহিদুর রহমান জানান, আশেপাশের ভবনের ভিডিও ফুটেজ সংগ্রহকরে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে সন্ত্রাসীদের গ্রেফতার করা হবে।
উল্লেখ্য দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ও প্রকাশক ইমতিয়াজ আহমেদ জিতু বাংলানিউজ টুয়েন্টি ফোর ডটকম, ডেইলি সান, আমাদের সময় ও আমাদের অর্থনীতি পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।
এ দিকে হামলা ও হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, কুমিল্লা প্রেসক্লাব, কুমিল্লা জার্নালিষ্ট ফোরাম, কুমিল্লা সাংবাদিক ইউনিয়ন, কুমিল্লা ইয়ুথ জার্নালিস্ট এসোসিয়েশন, কুমিল্লা স্পোর্টস জার্নালিস্ট এসোসিয়েশন ও কুমিল্লা সাংবাদিক ক্লাব কর্তৃপক্ষ।