কুমিল্লায় আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে আহত ২৫

জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা নিহতের প্রতিবাদে কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় পুলিশসহ উভয়পক্ষের অন্তত ২৫ নেতাকর্মী আহতের খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উপজেলার পৌর এলাকায় বুধবার (৩১ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন  প্রথম খবরকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Share this post

PinIt
scroll to top