এক কেজি মিষ্টিতে প্যাকেটের ওজনই ৩০০ গ্রাম!

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ওজনে মিষ্টি কম দেওয়া ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের অভিযোগে চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১ নভেম্বর) বিকেলে পৌর শহরের বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী জানান, চারটি মিষ্টির দোকানে অভিযান পরিচালনা করা হয়। এরমধ্যে একটি দোকানে মিষ্টি পরিমাপে দেখা যায়, এক কেজির মধ্যে ৩০০ গ্রামই প্যাকেটের ওজন। এজন্য দোকানমালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপর একটি দোকানে মিষ্টির প্যাকেটের ওজন ছিল ১৫০ গ্রাম, সেখানে জরিমানা করা হয়েছে ১৫ হাজার টাকা। এছাড়া স্বাস্থ্যসম্মত খাবারের পরিবেশ না থাকায় দুটি রেস্তোরাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

Share this post

PinIt
scroll to top