গেটে তালা দিয়ে ঘর-জমি দখল, ৯৯৯-এ কলে উদ্ধার

মাদারীপুরের ডাসারে গেটে তালা দিয়ে অসহায় এক পরিবারের সদস্যদের জিম্মি করে ঘর-জমি দখলের অভিযোগ উঠেছে। পরে ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ তালা ভেঙে তাদের উদ্ধার করে।

শুক্রবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের আটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মামলার এজাহার ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ওই গ্রামের কৃষক শামসুল হক ঢালির ২ নম্বর আটিপাড়া মৌজায় কয়েকটি দাগে ৫১ শতাংশ পৈত্রিক জমি রয়েছে। ওই জমির ওপর তিনি টিনশেট বিল্ডিং নির্মাণ করে ভোগ দখল করে আসছেন। সম্প্রতি একই গ্রামের তারাই ঢালি ও ফরহাদ ঢালিসহ বেশ কয়েকজন ওই জমি-ঘর দখলে নেওয়ার চেষ্টা করেন। এতে কৃষক শামসুল হক বাদী হয়ে মাদারীপুর কোর্টে একটি মামলা করেন। শুক্রবার তারাই ঢালি ও ফরহাদ ঢালিসহ বেশ কয়েকজন শামসুল হকের ঘরের গেটে তালা লাগিয়ে দেন। পরে তাদের জিম্মি করে জমির ওপর টিনের বেড়া দিয়ে ওই জমি ও একটি ঘর দখলে নিয়ে নেন। কোনো উপায় না পেয়ে শামসুল হকের পুত্রবধূ ৯৯৯ নম্বরে কল দিয়ে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করেন।

এ বিষয়ে শামসুল হক বলেন, আমাদের ঘরে তালা মেরে জমি-ঘর দখল করেছেন প্রভাবশালী তারাই ঢালি ও ফরহাদ ঢালি। পুলিশ আমাদের জিম্মিদশা থেকে মুক্ত করলেও তারা বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিচ্ছেন।

এ বিষয়ে অভিযুক্ত ফরহাদ ঢালি বলেন, আমাদের জমি আমরা দখল করেছি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মজিবর রহমান খান বলেন, উভয় পক্ষকে মিলানোর চেষ্টা করেছি। কিন্তু আমাকে কেউ মানেনি।

ডাসার থানার উপ-পরিদর্শক (এসআই) অখিল চন্দ্র রায় বলেন, খবর পেয়ে তালা ভেঙে ওই পরিবারকে উদ্ধার করি। উভয় পক্ষকে শৃঙ্খলা বজায় রাখার জন্য নোটিশও জারি করা হয়েছে।

Share this post

PinIt
scroll to top