প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের লাঞ্ছিত করেছে ইউপি সদস্যে

রাজশাহীর চারঘাট উপজেলার তাতারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শোক দিবসের কর্মসূচি পণ্ড করার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এর পাশাপাশি বিদ্যালয়টির শিক্ষকদের শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন স্থানীয় ইউপি সদস্য সাহাবুল ইসলাম।

এ ঘটনায় শিক্ষকদের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

অভিযোগ শিক্ষকরা উল্লেখ করেন, সোমবার (১৫ আগস্ট) বেলা ১১টায় স্কুলে শোক দিবসের কর্মসূচি চলছিল। কর্মসূচির শেষের দিকে শলুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য সাহাবুল ইসলাম দলবল নিয়ে স্কুলে হাজির হন। সেখানে তিনি শিক্ষকদের গালমন্দ করতে থাকেন। স্কুলের নৈশ প্রহরী মামুন রশিদ তাদের বাধা দিলে তাকে মারধর করেন। এ সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাহেলা পারভীন ছবি তুলতে গেলে তাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগপত্রে জানানো হয়েছে।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাহেলা পারভীন জানান, স্কুল পরিচালনা কমিটি সদস্য ও অভিভাবকদের সামনে শিক্ষকদের লাঞ্ছিত করা হয়, অশ্রাব্য ভাষায় গালাগাল করা হয়। এ সময় স্কুলের নির্মাণাধীন ভবনের পিলার ভেঙে ফেলেন ইউপি সদস্য ও তার লোকজন।

এ ঘটনায় অভিযুক্ত ইউপি সদস্যের সঙ্গে যোগাযোগ করা হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন জানান, শিক্ষকদের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়েছে। তিনি বিষয়টি তদন্ত করতে দায়িত্ব দিয়েছেন। তদন্ত রিপোর্ট পাওয়ার পর অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Share this post

PinIt
scroll to top