প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন জাতির কাছে ক্ষমা চেয়েছেন। সোমবার বিকেলে কুড়িগ্রামের রাজিবপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় তিনি জাতির কাছে ক্ষমা চেয়েছেন। সোমবার রাতে একটি ফেসবুক লাইভে যুক্ত হয়ে তিনি জাতির কাছে ক্ষমা চান।
জানা গেছে, সোমবার বিকেলে রাজিবপুর উপজেলায় জাতীয় শোক দিবসের একটি অনুষ্ঠানে অংশ নেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় মো. জাকির হোসেন বলেন, ‘আপনারা সবাই দোয়া করবেন বঙ্গবন্ধুকে আল্লাহ যেন জাহান্নামের ভালো জায়গায় স্থান করে দেয়। শহীদি মর্যাদা দেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবেন।’ পরে অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা তাকে সংশোধন করে দেন। পরে প্রতিমন্ত্রী নিজেকে সংশোধন করেন।
পরে প্রতিমন্ত্রীর দেয়া বক্তব্যের ১০ সেকেন্ডের ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়।
পরে রাতে সাড়ে নয়টার দিকে একটি ফেসবুক পেইজ থেকে লাইভে আসেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ভুল করে এ মন্তব্য করা হয়েছে। তাৎক্ষণিক আমি নিজেকে সংশোধন করেছি। আমাদের স্থানীয় নেতারা এ বিষয়টি জানেন। আমি বলতে চেয়েছিলাম আল্লাহ যেন বঙ্গবন্ধুকে জান্নাতের সর্বশ্রেষ্ঠ স্থান দান করেন। আমার পুরো বক্তব্য দেখলেই বিষয়টি বোঝা যাবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, কিন্তু একটি চক্র আংশিক বক্তব্য প্রচার করেছে। উপরের কথাও দেয়নি নিচের কথাও দেয়নি। তারা সামাজিক ও রাজনৈতিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। বিষয়টি নিয়ে আমি থানায় মামলাও করেছি ও জিডি করেছি। ওই অনুষ্ঠানে স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। তারাও বিষয়টি নিয়ে তারাও জানেন।
প্রতিমন্ত্রী বলেন, এ ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থনা করি। আমি বলবো একটা বের হয়ে গেছে আরেকেটা। এ জন্য আমি জাতির কাছে, দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করি।