বাউবির এমবিএ শিক্ষার্থীদের জন্য শুরু রেসিডেনসিয়াল রিসার্চ ক্যাম্পিং

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এই প্রথমবার শিক্ষার্থীদের জন্য শুরু হল আবাসিক গবেষণা কার্যক্রম (রেসিডেনসিয়াল রিসার্চ ক্যাম্পিং)। শুক্রবার (২৮ অক্টোবর) গাজীপুর ক্যাম্পাসে বাউবি’র স্কুল অব বিজনেস পরিচালিত এমবিএ প্রোগামের ১৯২ সিমেস্টার চতুর্থ লেভেলের শিক্ষার্থীদের জন্য দুই দিনব্যাপী এই গবেষণা কার্যক্রম শুরু হয়েছে।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ট্রেজারার (কোষাধ্যক্ষ) ও স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক মোস্তফা আজাদ কামালের সভাপতিত্বে দুই দিনব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার।

“রিসার্চ রিপোর্ট রাইটিংঃ ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট” সেশনে বাউবি’র উপাচার্য বলেন, সুন্দরভাবে বসবাস ও আধুনিক হতে অবশ্যই গবেষণার দরকার আছে। নতুন কিছু আবিস্কার ও বাস্তবিক সমস্যার সমাধানের জন্য গবেষণার প্রয়োজন। গবেষণা সম্বৃদ্ধ হয় সঠিক তথ্য উপাত্তের সমষ্টির মাধ্যমে। উন্নত গবেষণার মৌলিক দিক হচ্ছে অনুসন্ধিৎসু দৃষ্টিভঙ্গি। মানুষের মূল্যবোধ, বিষয়ের গভীরতা ও কুসংস্কারকে দূরীভূত করতে, প্রয়োজনীয় ঐক্য মতের ভিত্তি সৃষ্টি করতে পারে গবেষণা। আমাদের জীবনযাত্রার মান বৃদ্ধি বা উন্নতির জন্য প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে গবেষণা সাহায্য করতে পারে, ফলে গবেষণার বিকল্প নেই। গবেষণার তথ্য উপাত্ত যাতে সঠিক হয় সেদিকে খেয়াল রাখার তাগিদ দেন উপাচার্য।

ঢাকা, সিলেট, খুলনা, রাজশাহী বিভাগের আঞ্চলিক কেন্দ্রের ৩৭ জন এমবিএ শিক্ষার্থী বাউবি’র মূল ক্যাম্পাসের অতিথি ভবনে থেকে এ কার্যক্রমের অংশ নিচ্ছেন।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ট্রেজারার ও স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক মোস্তফা আজাদ কামাল ক্যাম্পিংয়ের সম্পর্কে বলেন, বাংলাদেশে এমবিএ শিক্ষার্থীদের গবেষণার জন্য এইটি নতুন কনসেপ্ট। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, ফার্ম, কপোর্রেট স্টেশন, ফাইন্যান্স কপোর্রেশন হাউস কলেজ এবং গণমাধ্যম/মিডিয়াসহ নানা সংস্থার পেশাজীবীর মানুষ এই প্রোগামের শিক্ষার্থী। একজন পেশাজীবীর কাজের ধরণ ও ব্যাস্ততাকে বিবেচনায় নিয়ে এবং একই সাথে তার উদ্ভাবনী সত্ত্বাকে কাজের সাথে সমন্বিত করে  কোর্স  ডিজাইন করা হয়েছে। 

এ প্রোগামের প্রতিটি অংশ তাদের কাজে ও জ্ঞানের পরিধি উন্নয়নে ব্যাপক প্রভাব ফেলবে। তিনি আরো বলেন, বাউবি’র প্রতিটি প্রোগাম দূরশিখন ও ইউটিউব, বাউটিউবসহ একাধিক মুডে/ মাধ্যমে যে কোন স্থান থেকে যে কোন সময় সকল বয়সের শিক্ষার্থীরা ক্লাশ করতে পারবেন।

রেসিডেনসিয়াল রিসার্চ ক্যাম্পিং কার্যক্রম শিক্ষার্থীদের বিভিন্ন সেশনে গবেষণার বিষয়ে দিকনির্দেশনা ও হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছেন, অধ্যাপক ড. ইকরামুল হক, অধ্যাপক ড. মোঃ মাইনুল ইসলাম, এমবিএ সেন্ট্রাল কো-অর্ডিনেটর অধ্যাপক ড.মোঃ সিরাজুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান, সহযোগী অধ্যাপক ড. শাহিন আহমেদ, সহকারী অধ্যাপক কায়েস বিন রহমান, এমবিএ কো-অর্ডিনেটর সহকারী অধ্যাপক আসমা আক্তার শেলী, প্রভাষক আরিফুল ইসলাম ও প্রভাষক সিবাত মাসুদ।

রেসিডেনসিয়াল রিসার্চ ক্যাম্পিং অনুষ্ঠানে বাউবি’র স্কুল অব বিজনেসের কর্মকর্তাসহ সহযোগিরা উপস্থিত ছিলেন।

Share this post

PinIt
scroll to top