মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন আমরা মুক্তিযোদ্ধার সন্তান (আমুস) আয়োজিত আজ এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে বক্তারা বলেন, ধর্ম ব্যবসায়ী ও সাম্প্রদায়িক অপশক্তি দেশ বিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করতে মুক্তিযোদ্ধার সন্তানদের অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে।
তারা বলেন, ‘বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, কিন্তু ধর্মান্ধ নয়, কিছু সংখ্যক ধর্ম ব্যবসায়ী এদেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাদের বিরুদ্ধে সকল দেশপ্রেমিক জনতাকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এ আয়োজিত ইফতার পূর্ব মতবিনিময় সভায় সংগঠনের সভাপতি মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদুজ্জামান শাহীনের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকিয়া সুলতানা, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডাঃ শাহাদাত হোসেন, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ খবির হোসেন, প্রথম খবর সম্পাদক ও মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক আহমেদ আজম। আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য কাজী সাইফুদ্দীন, জোবায়দা হক অজন্তা, ডাঃ সুব্রত ঘোষ,শফিউল বারী রানা, আনোয়ার হোসেন বাবু, জাগরণ টিভির প্রধান সম্পাদক এফএম শাহীন, সহসভাপতি ওমর ফারুক সাগর, রুবেল মাহমুদ, আকবর হোসেন মিঠু এবিএম নুরুল আলম আক্তারুজ্জামান হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ রনি, আল আমিন মৃদুল, ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক, আব্দুল্লাহ আল মামুন,সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম রাসেল,নাজমা আক্তার, প্রচার সম্পাদক সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী,কৃষি ও সমবায় সম্পাদক মোল্লা আনিসুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক ইমাম আবু ইউসুফ, সম্পাদক মন্ডলীর সদস্য সৈয়দ তোফাজ্জল হোসেন তপু, যোবায়ের রহমান, শের খান, হুমায়ুন কবীর, রাখাদুল ইসলাম, প্রকৌশলী মাসুদুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তারা বলেন, মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সবসময় আন্তরিক। ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত দেশ গঠনে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।