৩ কোটি ১৬ লাখ টাকা একদিনে টোল আদায়ের রেকর্ড পদ্মা সেতুতে

পদ্মা সেতুতে শুক্রবার (১ জুলাই) ২৬ হাজার ৩৯৮টি গাড়ি পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ২০০ টাকা, যা গত ছয়দিনের মধ্যে সর্বোচ্চ।

শনিবার (২ জুলাই) বিকেলে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন বিষয়টি  নিশ্চিত করেন।

পদ্মা সেতু সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার মাওয়া প্রান্তে ১৩ হাজার ৮০১টি গাড়ি থেকে ১ কোটি ৬৫ লাখ ৪২ হাজার ১০০ টাকা টোল আদায় হয়েছে। এছাড়া জাজিরা প্রান্তে সেতু পার হয়েছে ১২ হাজার ৫৯৬টি, যা থেকে টোল আদায় হয় ১ কোটি ৫১ লাখ ১১ হাজার ১০০ টাকা।

২৫ জুন (শনিবার) দুপুর ১২টার দিকে টোল দিয়ে সেতুতে প্রবেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন রোববার (২৬ জুন) ভোর ৬টায় যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় পদ্মা সেতু। তবে যানচলাচলের প্রথম দিনে বিশৃঙ্খলার কারণে ২৭ জুন থেকে সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ রয়েছে।

Share this post

PinIt
scroll to top