কমতে পারে বাস ভাড়া, বৈঠক বিকেলে

জ্বালানি তেলের দাম কমানোর পর বাস ভাড়া পুনর্নির্ধারণে বৈঠকে বসছে বাস মালিক ও সরকার।

বুধবার (৩১ আগস্ট) বিকেল ৫টায় বনানীতে বিআরটিএ সদর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডিজেলের মূল্য কমার কারণে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হবে।

এদিকে, তেলের দাম কমানোর পরিপ্রেক্ষিতে বাসভাড়া কমানোর বিষয়ে মালিক সমিতির সম্মতি রয়েছে বলে তারা এরই মধ্যে জানিয়েছে। 

ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ বলেন, সরকার জ্বালানি তেলের মূল্য কমানোয় যানবাহনের ভাড়াও কমতে পারে। আমরা বাস ভাড়া কমাতে প্রস্তুত আছি।

চলতি মাসের শুরুতে জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাস ভাড়া ১৬ থেকে ২২ শতাংশ বাড়ে। এখন দূরপাল্লার বাসে ভাড়া কিলোমিটারপ্রতি ২.২০ টাকা, মহানগর পর্যায়ে কিলোমিটারে বাসে ২.৫০ টাকা, মিনিবাসে ২.৪০ টাকা। আগে দূরপাল্লার বাসে ভাড়া ছিলো কিলোমিটারপ্রতি ১.৮০ টাকা, মহানগর পর্যায়ে কিলোমিটারে বাসে ২.১৫ টাকা, মিনিবাসে ২.১০ টাকা। সর্বনিম্ন ভাড়া বাসে ১০ টাকা, মিনিবাসে ৮ টাকা। 

বাস-মিনিবাসের পাশাপাশি বেড়েছে নৌযানের ভাড়াও। শুধু বাড়েনি ট্রেনের ভাড়া।

দুদিন আগে ডিজেলের ওপর আরোপিত সমুদয় আগাম কর থেকে অব্যাহতি এবং আমদানি শুল্ক ১০ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ নির্ধারণ করা হয়। ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের মূল্য লিটারে পাঁচ টাকা কমানো কার্যকর হয় সোমবার (২৯ আগস্ট)। জ্বালানির দাম কমানোর পর গণপরিবহনের ভাড়া কমানোরও দাবি ওঠে।

Share this post

PinIt
scroll to top