দ্বিতীয় টি-টোয়েন্টিতে অভিষেক ঘটানো হয়েছিল অফ-স্পিন অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারীকে। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার অভিষেকেই সবার নজর কেড়ে নিয়েছেন। ১৩ বলে করেছিলেন ২৯ রান। বল হাত ১ ওভার হাত ঘুরিয়ে দিয়েছেন ৭ রান।
তবুও শামীম পাটোয়ারীর দুর্ভাগ্য। ম্যাচটি হেরে যেতে হলো বাংলাদেশকে। শেষ ম্যাচটি তাই পরিণত হলো ফাইনালে। সিরিজ জিততে হলে এই ম্যাচে জিততেই হবে।
এমন এক গুরুত্বপূর্ণ ম্যাচের আগে জানা গেলো একাদশ। জাগো নিউজের হাতে সেই একাদশ এসে পৌঁছেছে। অফ স্পিনার শেখ মেহেদী হাসানকে বসিয়ে রাখা হবে শেষ টি-টোয়েন্টি ম্যাচে। তার পরিবর্তে দলে নেয়া হচ্ছে স্লো বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার নাসুম আহমেদকে। মোস্তাফিজকে এই ম্যাচেও ফেরানো হচ্ছে না। অর্থ্যাৎ, বাকিরা ঠিকই একাদশে থাকছেন।
শেষ ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
মোহাম্মদ নাইম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), শামীম পাটোয়ারী, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।