মারা গেছেন সাকিবের শাশুড়ি

দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের শাশুড়ি নার্গিস বেগম। শুক্রবার রাতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি।

বিভিন্ন অনলাইন মিডিয়া ও সোশ্যাল মিডিয়া সূত্রে এ খবর জানা যাচ্ছে। স্থানীয় বেশ কিছু মিডিয়া সাকিবের পারিবারিক সূত্রে এ খবর পরিবেশন করছে। জানা গেছে, আজ (শনিবার) গ্রামের বাড়িতে সাকিবের শাশুড়ির জানাজা ও দাফন সম্পন্ন হবে।

গত ১ এপ্রিল বড় মেয়ে আলায়না হাসান অব্রিকে নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছেন সাকিব। আলায়নার স্কুল খুলে যাওয়ার কারণেই মূলত সেখানে যেতে হয়েছে সাকিবের। তবে দেশে নিজের মায়ের সঙ্গেই ছিলেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির।

২০২০ সালের ডিসেম্বরে মারা যান সাকিবের শ্বশুর মমতাজ আহমেদ।

Share this post

PinIt
scroll to top