ক্রিকেট যেহেতু গৌরবময় অনিশ্চয়তার খেলা, সে কারণে ম্যাচ শুরুর আগে দৃষ্টিভঙ্গিটা আপনাকে দু’দিকেই ঘোরাতে হবে। আপনাকে ধরে নিতে হবে এই ম্যাচে দু’দলই জিততে পারে। কিন্তু ম্যাচ শেষে জয়ী দল হবে একটি। কোন সে দলটি? সেমিফাইনালের পথ ঠিক করার ক্ষেত্রে এই ম্যাচটি নেবে বেশ গুরুত্বপূর্ণ একটি ভূমিকা। সেটি কোন দল জিতলে, কোন দল হারলে? নাকি গ্রুপের হিসাব-নিকাশ জটিল করে তুলবে এই ম্যাচ?
গ্রুপ-২ এর তৃতীয় ম্যাচে আজ দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে জিম্বাবুয়ের। এই ম্যাচে জয় দিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় বাংলাদেশ দলের ক্রিকেটারদের মধ্যে। যদি বাংলাদেশ জিততে পারে, তাহলে সত্যি সত্যি এই গ্রুপ থেকে সেমিতে ওঠার হিসাব-নিকাশটা জটিল হবে কিছুটা, তাতে সন্দেহ নেই।
২ ম্যাচের একটিতে জিতেছে বাংলাদেশ, অন্যটিতে হেরেছে। ২ ম্যাচে পয়েন্ট ২। আজ জিম্বাবুয়েকে হারাতে পারলে হবে ৪। সেমিতে যেতে হলে পরের দুই ম্যাচেও বাংলাদেশকে জিততে হবে। ওই দুই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান এবং ভারত। শক্তিশালী দুই দল। টাইগাররা যদি জিতেই যায়, তাহলে পাকিস্তানের তো নিশ্চিত বিদায় হবেই, সে ক্ষেত্রে ভারত না দক্ষিণ আফ্রিকা হবে সেমির অপর দল, সেটা নির্ধারণের জটিলতা তৈরি হবেই।
বাংলাদেশ আজ জিতলে এবং পরের দুই ম্যাচ হারলেও গ্রুপের হিসাব-নিকাশটা জটিল হয়ে যাবে। দক্ষিণ আফ্রিকা, ভারত- এই দুই দলের জন্যও অঙ্কটা জটিল হয়ে যাবে। কারণ, বাংলাদেশের পয়েন্ট বেড়ে যাওয়া মানে গ্রুপের বড় দলগুলোর ওপর চাপ পড়া। তবে জিম্বাবুয়ের জয়ের চেয়ে বাংলাদেশ জিতলে ভারত-দক্ষিণ আফ্রিকার জন্য হিসেবটা সহজ হবে কিছুটা।
অন্যদিকে, জিম্বাবুয়ে ২ ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। আজ যদি তারা বাংলাদেশকে হারাতে পারে, তাহলে পয়েন্ট হয়ে যাবে ৫। একই সঙ্গে গ্রুপের শীর্ষেও উঠে যাবে তারা। সে ক্ষেত্রে পরের ম্যাচে তারা নেদারল্যান্ডসকে হারাতে পারলেই সেমির টিকিট প্রায় নিশ্চিত করে ফেলবে।
এ ক্ষেত্রেও চাপ বাড়বে ভারত, দক্ষিণ আফ্রিকার ওপর। দ্বিতীয় দল হিসেবে কে উঠবে সেমিতে তখন? অপেক্ষা করতে হবে গ্রুপ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত।