কেন্দ্রীয় সরকারের ইচ্ছার বিরুদ্ধে লকডাউন দেয়ায় পাকিস্তানের সিন্ধু সরকারের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। লকডাউনের সমালোচনা করে তিনি বলেছেন, ‘আপনাদের যদি খাদ্য সরবরাহের সক্ষমতা না থাকে তাহলে লকডাউন দিয়ে মানুষকে ক্ষুধার্ত রাখতে পারেন না। এমন লকডাউনে সাধারণ মানুষের মেরুদণ্ড ভেঙে যাবে।’
রোববার (১ আগস্ট) টেলিফোনের মাধ্যমে দেশটির জনগণের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর পর্বে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী করোনা মহামারির প্রথম তিনটি ঢেউ মোকাবিলায় সরকারকে সহযোগিতা করার জন্য পাকিস্তানের জনগণকে ধন্যবাদ জানান। চলমান চতুর্থ ঢেউয়ের বিস্তার রোধে তিনি সবাইকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানান। করোনা মোকাবিলায় সিন্ধু সরকারের দেয়া আংশিক লকডাউনের ক্ষেত্রে গরিব মানুষের কষ্টকে বিবেচনায় নেয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
সিন্ধু সরকারের দেয়া লকডাউন করোনাভাইরাস নিয়ন্ত্রণে সহায়ক হবে তবে এমন লকডাউনে অর্থনীতি নিরাপদ থাকবে কি-না সে প্রশ্ন তোলেন ইমরান খান। তিনি বিলেন, ‘এমন পরিস্থিতিতে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়বে বিশেষ করে দরিদ্র মানুষের মধ্যে।’ লকডাউনে শ্রমজীবি মানুষ কীভাবে তাদের জীবিকা নির্বাহ করবে সে প্রশ্নও করেন তিনি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘এ প্রশ্নের উত্তর না দেয়া পর্যন্ত সিন্ধু সরকার লকডাউন দিতে পারে না। ভারত সরকার জনগণের কথা না ভেবেই তাৎক্ষণিকভাবে লকডাউন দিয়েছিল। তারাও আমাদের মতো শুধু ধনীদের কথা ভাবে। সিন্ধু সরকারের বোঝা উচিত যখন লকডাউন দিতে যাচ্ছেন তখন আপনি মানুষকে ক্ষুধার্ত রাখতে চলেছেন। আপনাদের যদি খাদ্য সরবরাহের সক্ষমতা না থাকে তাহলে লকডাউন দিয়ে মানুষকে ক্ষুধার্ত রাখতে পারেন না।’
ইমরান খান আরও বলেন, ‘ভ্যাকসিন এবং সুপরিকল্পিত লকডাউন ছাড়া সামনের দিকে অগ্রসর হওয়া যাবে না, কারণ এই মুহূর্তে অর্থনীতি কঠিন সময় পার করছে।’