জীবন কথা
উম্মে সালমা তিন্নী
স্বল্প মূল্যের জীবনটা প্রয়োজনীয় আসবাবপত্র দিয়ে
সাজিয়ে তোলার মত সঞ্চয় আমার নেই
এতদিন যা সঞ্চয় ভেবে সান্তনা পেয়েছি
তা কেবল পানি ছিল, মাটিতে পড়ে কাদা করেছে।
সঞ্চয় রাখার কলসিটাও ভাঙ্গা
ঠিক করার উপায় কই
আমার ক্লান্ত শরীর যে শিকলে বাঁধা।
খারাপ ইট-সিমেন্ট দেওয়ায়, রং না করায়
মেয়াদ না থাকা ঘরের মত
জীবন যেন একেক দিক থেকে ভেঙে ভেঙে পড়ছে।
অথচ একদিন খুব কনফিডেন্স নিয়ে ডায়রির পাতায় লিখতাম,
জীবন এত সুন্দর কেন!