কুমিল্লায় নার্সদের মানববন্ধন ও বিক্ষোভ

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লাঃ ‘কারিগরি মুক্ত নার্সিং এবং এফ ডব্লিউ ভি মুক্ত মিডওয়াইফ চাই’ এই শ্লোগানে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে বাংলাদেশ স্টুডেন্ট নার্সেস এন্ড মিডওয়াইফারি সম্মিলিত পরিষদ কুমিল্লা মহানগর শাখা। 

বুধবার সকাল ১১টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতলের সামনে এ কর্মসূচী পালন করেন তারা। এসময় ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিলের অধীনস্থ নার্সিং শিক্ষার্থীদের স্থগিত হওয়া কম্প্রিহেনসিভ লাইসেন্সিং পরীক্ষা অনতিবিলম্বে নেয়ার দাবি, কারিগরি শিক্ষা বোর্ডের পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্সের শিক্ষার্থীদের বাংলাদেশ নার্সি কাউন্সিল থেকে নার্সিং লাইসেন্স প্রদানের সিদ্ধান্ত বাতিল ও ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর এফ.ডব্লিউ.ভি-দের ডিপ্লোমা ইন মিডওয়াইফ সমমান মর্যাদা দেয়ার সিদ্ধান্তসহ ৩টি সিদ্ধন্ত প্রত্যাহারের দাবি জানান তারা। 

এছাড়া আজকের মধ্যে এ সিদ্ধান্ত বাতিল করা না হলে তারা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন বলেও হুশিয়ারি দেন। 

এসময় জেলা নার্সেস এসোসিয়েশনের নেতা-কর্মীরাও তাদের দাবির সাথে একাত্বতা ঘোষণা করেন। কর্মসূচিতে সংগঠনের আহবায়ক কামরুল হাসান মোছাফ্ফা, জেলা নার্সেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র সূত্রধরসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published.

scroll to top