রাজধানীতে আওয়ামী লীগের করোনা সচেতনতামূলক কর্মসূচি

রাজধানী ঢাকার বিভিন্ন পয়েন্টে করোনা সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে তারা প্রেস ক্লাব এলাকায় সচেতনতামূলক প্রচারণা চালায়। এ সময় তাদেরকে মাইকে জনগণকে সচেতন করার পাশাপাশি মাস্ক বিতরণ করতে দেখা যায়।

এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন প্রথম খবরকে বলেন, ‘আমরা সকাল থেকেই ঢাকার বিভিন্ন পয়েন্টে এরকম সচেতনতামূলক প্রচারণা করে আসছি। মতিঝিল, পল্টন, জিরো পয়েন্ট, সচিবালয় ও প্রেস ক্লাব এলাকায় আমরা মাইকিং করার পাশাপাশি মানুষের মাঝে মাস্ক বিতরণ করেছি। সারাদিনে অন্তত দুই হাজার মানুষকে আমরা মাস্ক পরিয়ে দিয়েছি।’

এদিকে, এদিন রাজধানীতে তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদফতরের পক্ষ থেকে মাইকিং করে সংশ্লিষ্ট এলাকায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়।

উল্লেখ্য, ৫ এপ্রিল থেকে সারাদেশে সরকারঘোষিত ৭ দিনের লকডাউন চলছে ।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published.

scroll to top