রাজধানীর খিলগাঁওয়ে অভিযান চালিয়ে ফুটপাত থেকে প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
বৃহস্পতিবার (৩ মার্চ) ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান এ অভিযান পরিচালনা করেন। তাকে সার্বিক সহযোগিতা করেন ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরি।
অভিযান সম্পর্কে রাসেল সাবরিন বলেন, খিলগাঁও এলাকার আইডিয়াল স্কুল, তালতলা চৌধুরীপাড়া সড়ক, জনতা ফার্মেসি সংলগ্ন ফুটপাত, খিলগাঁও তিলপাপাড়া, খিলগাঁও রেলগেট, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদরদপ্তর সংলগ্ন সড়কের উভয় পাশের ফুটপাতের দুই শতাধিক দোকান ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়।
সিটি করপোরেশন আইন, ২০০৯ এর ৯২ (৭) ধারা লঙ্ঘনের দায়ে দু’টি মামলায় ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে জব্দ করা আনুমানিক ১০০ লিটার অকটেন ও পাঁচ লিটার ডিজেল ছয় হাজার ৮৭০ টাকায় স্পট নিলামে বিক্রি করা হয়।