সয়াবিন তেলের গোপন গোডাউনের সন্ধান

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সয়াবিন তেলের গোপন গোডাউনের সন্ধান পাওয়া গেছে। আসন্ন রমজান মাস উপলক্ষে নিত্য পণ্য সামগ্রী মজুদ ও সয়াবিন তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে বিভিন্ন ব্যবসায়ীদের গোপন গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। 

বুধবার বিকাল সাড়ে ৪টায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা  নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। তাকে সহযোগিতা করেন শ্রীমঙ্গল থানার ওসি শামীম অর রশীদ তালুকদার।

অভিযানে শহরের পুরান বাজারের রিপন ট্রেডার্স নামক দোকানকে অবৈধভাবে সয়াবিন তেল মজুদ করায় ১ লাখ টাকা ও পাপন এন্টারপ্রাইজকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় এসিল্যান্ড নেছার আহমদ ও ইন্সপেক্টর তদন্ত হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানান, আসন্ন রমজান মাস উপলক্ষে যারা খাদ্যসামগ্রী মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে পণ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির পায়তারা করবে; তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভবিষ্যতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published.

scroll to top