পরীক্ষা নিয়ে নতুন তথ্য জানালেন প্রাথমিকের মহাপরিচালক

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিপিই) মো. ফসিউল্লাহ জানিয়েছেন, শিশুদের ওপর পরীক্ষার চাপ কমাতে প্রাক-প্রাথমিক স্তর থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত কোনো পরীক্ষা থাকবে না। এসব শ্রেণিতে পরীক্ষার পরিবর্তে চালু হচ্ছে ‘ধারাবাহিক মূল্যায়ন’।

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ডিপিই মহাপরিচালক বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা তুলে দিয়ে ক্লাস মূল্যায়ন করে উত্তীর্ণ করার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। এজন্য বিভিন্ন জেলার ১০০টি বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে এ পদ্ধতি চালুও করা হয়েছে। ২০২১ সাল থেকে সারাদেশের সাড়ে ৬৫ হাজার বিদ্যালয়ে এ কার্যক্রম শুরুর সিদ্ধান্ত থাকলেও সেটি কার্যকর সম্ভব হচ্ছে না। মূলত করোনা ভাইরাস পরিস্থিতির কারণেই আগামী বছর থেকে এটি কার্যকর করা সম্ভব হচ্ছে না। তবে খুব শিগগির এটি কার্যকর করা হবে।’

এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ চলতি মাসেই অবসরে যাচ্ছেন। আগামী ১৪ সেপ্টেম্বর অবসরে যাবেন তিনি। তবে গুঞ্জন রয়েঠে মেয়াদ বাড়ানোও হতে পারে মো. ফসিউল্লাহর।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ‘প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক কে হবেন তা প্রধানমন্ত্রীর এখতিয়ার। তিনি যাকে যোগ্য মনে করবেন তাকেই মহাপরিচালক হিসেবে নিয়োগ দেবেন।’

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published.

scroll to top