টালিউডের দুই জনপ্রিয় তারকা পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখার্জী। কাজের সূত্র ধরে একটা সময় প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তারা।
গুঞ্জন শোনা যায়, ‘ব্রেক ফেল’ ছবির সেটে পরমব্রত ও স্বস্তিকার সম্পর্ক শুরু হয়েছিল। ২০১০ সালে নাকি তাদের বিচ্ছেদ হয়। সেই সময়ই ব্রিস্টলে গিয়েছিলেন অভিনেতা।
একটি টুইটকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে পরমব্রত-স্বস্তিকা সম্পর্ক।
বন্ধু দিবসে সাদা-কালোর আবহে নিজের একটি ছবি টুইট করে অভিনেতা লেখেন, “আবারও পাহাড়ের মাঝে…একরঙা মন আমার।”
আর সেই পোস্টের উত্তর দিতে গিয়ে ঠাট্টার ছলে স্বস্তিকা মুখার্জী লেখেন, “তুই ওখানে একটা বাড়ি করে নে এবার।”
জবাবে পরম “তুই পয়সা দে…” কথাটি লেখেন। বন্ধুর আবদার রাখতে রাজি হয়েছেন স্বস্তিকা। উত্তরে লিখেছেন, “ঠিক আছে দেবো।”
প্রেম ভেঙে গেলেও দুজনের বন্ধুত্বে এতটুকু ভাটা পড়েনি। ‘শাহজাহান রিজেন্সি’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন দু’জনে। তারপর ‘ব্ল্যাক উইডোজ’ সিরিজে একসঙ্গে কাজ করেন।