যেসব টিকাকেন্দ্রে প্রথম ডোজ টিকাদান চলবে: স্বাস্থ্য অধিদপ্তর

যারা এখনো করোনা টিকার প্রথম ডোজ নিতে পারেননি, তারা দেশের স্থায়ী টিকা কেন্দ্রগুলোতে গিয়ে টিকা নিতে পারবেন।

স্বাস্থ্য অধিদপ্তরের এমএনসিঅ্যান্ডএএইচ ইউনিটের লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক আজ বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন।

তিনি বলেন, যারা টিকা নেননি, তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল বা এনজিও পরিচালিত হাসপাতাল, যেখানে টিকাদান কার্যক্রম চলছে, সেখানে টিকা নিতে পারেন।

এছাড়া, দ্বিতীয় ও বুস্টার ডোজ কর্মসূচি যথারীতি চলবে বলে জানান তিনি।

ডা. শামসুল হক বলেন, 'সাভার, কেরানীগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জের মতো শিল্প এলাকার বিশাল জনগোষ্ঠীকে টিকাদান কর্মসূচির আওতায় আনা যাচ্ছে না।'

'স্থানীয় কর্তৃপক্ষকে প্রয়োজনে টিকাদান কর্মসূচি বাড়ানোর জন্য বলা হয়েছে,' যোগ করেন তিনি।

২৬ ফেব্রুয়ারি একটি বিশেষ কর্মসূচির পর প্রথম ডোজ টিকাদান শেষ হবে বলে এর আগে সরকার জানিয়েছিল।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published.

scroll to top