দেশের ৩৭তম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন হিসেবে পরীক্ষামূলক সম্প্রচার শুরু করল স্পাইস টেলিভিশন। ৩০ জুলাই এই সম্প্রচার চালু করেই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটি। অভিজ্ঞ গণমাধ্যমকর্মীদের কাজের সুযোগের পাশাপাশি গণমাধ্যমে কাজ করতে অনুর্ধ্ব ২৫ বছর বয়সী স্নাতক সম্পন্ন আগ্রহীদের শিক্ষানবিশ নিয়োগ দেয়া হবে এখানে।
আগ্রহী প্রার্থীরা ডাকযোগে এবং অনলাইনে আবেদন করতে পারবেন।
যেসব পদে/বিভাগে জনবল নিয়োগ হবে –
বার্তা বিভাগ- জেলা ও বিভাগীয় প্রতিনিধি, চিত্র সাংবাদিক, ভিডিও এডিটর, শব্দ প্রকৌশলী, গবেষক
সম্প্রচার বিভাগ – তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং, সফটওয়ার প্রকৌশলী, আর্কাইভ ব্যবস্থাপক, পিসিআর, এমসিআর প্রকৌশলী, ইনজেস্ট অপারেটর, আলোকপ্রক্ষেপক
গ্রাফিক্স
ওয়েবপোর্টাল ও সোশ্যাল মিডিয়া
রূপসজ্জা
মানব সম্পদ ও প্রশাসন
বিক্রয় ও বিপণন, হিসাব বিভাগ,
গাড়িচালক, অফিস সহকারী।
আবেদন
অনলাইন- jobs@spicenews.tv
ডাকযোগ- স্পাইস টিভি, বাসা ২, রোড ৯৬, গুলশান ২
আবেদনের শেষ তারিখ
২০ আগস্ট, ২০২১