আজকের রাশিফল: জেনে নিন কেমন কাটবে দিন

পুরনো জ্যোতিষশাস্ত্র এমন একটি ধরন, যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যদ্বাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যদ্বাণী করে। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি- মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন-এর ভবিষ্যদ্বাণী করা হয়। একই রকমভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়।

মেষ:

নিজেকে দক্ষ এবং ভালো কর্মী হিসেবে প্রকাশ করতে পারবেন। নতুন পরিকল্পনায় অগ্রগতি। ব্যবসায় জটিলতা দূর হবে। পরিবেশ অনুকূলে থাকবে। প্রচেষ্টা অব্যাহত রাখুন। সময়ের সঠিক ব্যবহার করুন।

বৃষ:

কর্মস্থলে কিছু পরিবর্তন ঘটতে পারে। অর্থ অপচয় হবে। পাওনা আদায়ে বিলম্ব হবে। স্বজন বিষয়ে উদ্বেগ বাড়বে। গুরুত্বপূর্ণ কাজ ফেলে রাখবেন না। বুদ্ধিবলে অবস্থার পরিবর্তন আনুন।

মিথুন:

পূর্বের তুলনায় আয় বৃদ্ধি ও আর্থিক যোগাযোগ অক্ষুণ্ন থাকবে। কোনো যোগাযোগ অযাচিতভাবে আসতে পারে। বন্ধুর সহযোগিতায় কাজে অগ্রগতি হবে। সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে এগোতে পারেন।

কর্কট:

কর্মপ্রার্থীদের সুখবর আসতে পারে। আর্থিক সাহায্য মেলার আশ্বাস। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে। অন্যের উপকার করে আনন্দ পাবেন। অন্যের ওপর প্রভাব বিস্তারে লাভবান হতে পারেন। শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন।

সিংহ:

শিক্ষার্থীদের পড়াশোনায় শুভ পরিবর্তন হবে। সামাজিক যোগাযোগ বাড়বে। হারানো কিছু পুনরুদ্ধার হতে পারে। বিদেশযাত্রার আলোচনায় অগ্রগতি। সময় ও সুযোগের সুষ্ঠু ব্যবহার করুন।

কন্যা:

কর্মক্ষেত্রে আশার সঞ্চার হবে। সম্ভাব্য ক্ষেত্রে ব্যাংকঋণের আলোচনায় অগ্রগতি হবে। কারো অসুস্থতায় চিন্তিত থাকতে পারেন। অবহেলার কারণে সুযোগ হাত ছাড়া হতে পারে। প্রিয়জনের কাছে থাকুন।

তুলা:

জনসংযোগ ও প্রচারমূলক কাজে অগ্রগতি। অন্যের সন্তুষ্টির জন্য সাধ্যের বাইরে কিছু করতে হতে পারে। বিরূপ পরিবেশে বিষণ্ন থাকতে পারেন। অস্থির বা ধৈর্যহীন হবেন না।

বৃশ্চিক:

বেকারদের কাজের সুখবর আসতে পারে। কারো অসুস্থতায় উদ্বেগ থাকতে পারে। অর্থপ্রাপ্তিতে বিলম্ব হবে। ব্যবসায় বাড়তি চাপ আসবে। ইচ্ছাশক্তির জোরে বাধা-বিঘ্ন কাটিয়ে উঠতে পারবেন।

ধনু:

অপ্রত্যাশিত প্রাপ্তির সম্ভাবনা। ব্যবসায় বাড়তি আয়ের সুযোগ আসতে পারে। অন্যের সহযোগিতা পাবেন। কাজের অগ্রগতি হবে। প্রেম-প্রণয় শুভ। অসমাপ্ত কাজ শেষ করুন। ভালো থাকুন।

মকর:

কোনো খবর উৎসাহিত করবে। পারিবারিক জটিলতা দূর হবে। প্রত্যাশিত অর্থলাভে বিলম্ব হবে। ব্যবসায় শুভ পরিবর্তনের সম্ভাবনা। জীবন সম্পর্কে আশাবাদ অব্যাহত রাখুন। শরীর ভালো রাখুন।

কুম্ভ:

কোনো যোগাযোগে লাভজনক কাজের সুযোগ আসতে পারে। অল্প পরিশ্রমে লাভবান হবেন। কাজে স্থবিরতা থাকতে পারে। স্থির বুদ্ধির দ্বারা সময়ের মোকাবেলা করুন। সুস্থ থাকুন।

মীন:

আপনার কাজে অন্যদের প্রশংসা পাবেন। শত্রুতা মোকাবেলায় সতর্ক পরিকল্পনা নিতে হতে পারে। অর্থের ঘর শুভ। আপনার চারপাশে যারা আছে তাদের সঙ্গে সহযোগিতা বাড়ান।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published.

scroll to top