ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাধারণ সম্পাদক ও দ্য সাউথ এশিয়ান টাইমসের বিশেষ প্রতিনিধি রিয়াজ চৌধুরীর ওপর দুর্বৃত্তদের হামলায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি।
সংগঠনের কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান শনিবার (৪ ডিসেম্বর) এক বিবৃতিতে রিয়াজ চৌধুরীর ওপর যারা হামলা ও প্রাণনাশের হুমকি দিয়েছে তাদের দ্রুত শনাক্ত করে বিচারের মুখোমুখি করতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন।
এ বিষয়ে রিয়াজ চৌধুরী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ঘটনার বিবরণ দিয়ে ডায়েরিতে রিয়াজ চৌধুরী জানান, শুক্রবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুরাতন নিউ এইজ অফিসের সামনে অজ্ঞাতনামা দুইজন লোক মোটরসাইকেল দিয়ে পেছন থেকে তার রিকশায় ধাক্কা মারে। এক পর্যায়ে তারা মোটরসাইকেল থেকে নেমে রিয়াজের মুখে কিল-ঘুষি মেরে জখম করে বলে, ‘তুই বেশি বেড়ে গেছিস, তোকে মেরে ফেলবো’। এসময় দুর্বৃত্তরা রিয়াজের হাতে থাকা মোবাইল ফোন আছাড় মেরে ভেঙে ফেলে।