দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার মুনীরুজ্জামান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ২০ মিনিটে রাজধানীর মুগদা হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। খন্দকার মুনীরুজ্জামান করোনায় আক্রান্ত হয়ে দুই সপ্তাহ আগে মুগদা হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
সংবাদের সাহিত্য সম্পাদক কবি উবায়েদ আকাশ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এক মাস ধরে করোনায় আক্রান্ত ছিলেন খন্দকার মুনীরুজ্জামান।
এদিকে মুনীরুজ্জামানের মৃত্যুতে জার্নালিস্ট ইউনিটি বাংলাদেশ এর আহ্বায়ক ও প্রথম খবর এর প্রকাশক ও সম্পাদক আহমেদ আজম গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।