বিশ্বের ক্ষমতাধর নারীদের মধ্যে ৩৯তম শেখ হাসিনা

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক মর্যাদাপূর্ণ ম্যাগাজিন ফোর্বসের তালিকায় বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর মধ্যে ৩৯তম স্থান অর্জন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) ম্যাগাজিনটির ওয়েবসাইটে ‘দ্য ওয়ার্ল্ড’স হান্ড্রেড মোস্ট পাওয়ারফুল উইমেন’ শীর্ষক এই তালিকাটি প্রকাশিত হয়েছে।

জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল টানা ১০ বছর তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন এবং দ্বিতীয় অবস্থানে রয়েছেন ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লেগার্ড।

নবনির্বাচিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তৃতীয় স্থান অর্জন করেছেন এবং রানি দ্বিতীয় এলিজাবেথ তালিকায় ৪৬তম স্থান পেয়েছেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রোফাইলে ফোর্বস বলেছে যে, শেখ হাসিনা দেশে সুসংহত গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করছেন।

ম্যাগাজিনটি আরও লিখেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে দীর্ঘকালীন প্রধানমন্ত্রী।

এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর অফিসে এটি তার চতুর্থ এবং টানা তৃতীয় মেয়াদ। তিনি তার চতুর্থ মেয়াদে খাদ্যনিরাপত্তা, শিক্ষায় প্রবেশাধিকার ও স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে মনোনিবেশ করার পরিকল্পনা করেছেন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published.

scroll to top