ভয়েস কলে ঈদ শুভেচ্ছা জানাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দেশের জনসাধারণকে ভয়েস কলে ঈদ শুভেচ্ছা জানাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে এ প্রতিবেদকের ফোনেও এমন ভয়েস কল আসে।

এতে বলা হয়, ‘আস সালামু আলাইকুম। আমি শেখ হাসিনা। আপনাকে এবং আপনার পরিবারের সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি।’

‘এক মাস সিয়াম সাধনার পরে আবার এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতর মানেই আনন্দ। আসুন, ঈদুল ফিতরের এই আনন্দ ভাগাভাগি করে নেই। যে যার অবস্থান থেকে ঈদুল ফিতরের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি।’

ভয়েস কলের সব শেষে বলা হয়, ‘সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, ঈদ মোবারক।’

একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, তারাও মোবাইলের ভয়েস কলে প্রধানমন্ত্রীর এমন ঈদ শুভেচ্ছা বার্তা পেয়েছেন। প্রধানমন্ত্রীর কণ্ঠে ঈদ শুভেচ্ছা পেয়ে তারা সন্তোষ প্রকাশ করছেন।

তারা বলছেন, মোবাইল কল রিসিভ করতেই দেশের প্রধানমন্ত্রীর কণ্ঠ ভেসে আসায় রীতিমতো অবাক হয়েছি। বিস্তারিত শুনে ভালোই লাগছে।

Share this post

PinIt
scroll to top