জাহাঙ্গীর আলম ইমরুল: সারা দেশের মতো কুমিল্লায়ও মহান একুশ ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়।
কুমিল্লা নগরীর টাউনহল প্রাঙ্গনে কেদ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য হাজী আ.ক.ম বাহা উদ্দিন বাহার, নারী সাংসদ আঞ্জুম সুলতানা সীমা, জেলা পরিষদের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আবু তাহের, জেলা প্রশাসক আবুল ফজল মীর, পুলিশ সুপার ফারুক আহম্মদ।
এসময় পুলিশ বাহিনীর চৌকস দলের বিউগলে বেজে ওঠে করুন সুর। একুশ ফেব্রুয়ারির সংগীত পরিবেশন করে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে একই সাথে বিএনপিও তার অঙ্গ সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক -সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনার ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হয়।
মহান ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেদ্রীয় শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে শ্রদ্ধা নিবেদন করেন।