কুমিল্লার বুড়িচংয়ে সড়ক দূর্ঘটনায় ৪জন নিহত

কুমিল্লার বুড়িচংয়ের হরিনধরায় ট্রাকে-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলেই ৪ জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরোও অন্ততঃ ১০জন।

নিহত দুজরেন পুরচয় পাওয়া গেছে। তারা হলেন, কুমিল্লার বুড়িচং উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পীর যাত্রাপুর ভুইয়া বাড়ির নবীনেওয়াজ ভূইয়ার ছেলে প্রবাসী বিল্লাল হোসেন ভুইয়া (৩৫) এবং তার বোন লিপা আক্তার(৪০)।

তারা বাড়ি থেকে ক্যান্টনমেন্ট যাচ্ছিলেন। ময়নামতি হাইওয়ে থানার ওসি সাফায়েত হোসেন জানান, রোববার বেলা সাড়ে ১১ টার দিকে বুড়িচং উপজেলার কুমিল্লা-সিলেটে আঞ্চলিক মহাসড়কে ময়নামতির হরিনধরা এলাকায় এ সড়ক দূর্ঘটনাটি ঘটে। এতে ঘটনা স্থলেই ৪ জন নিহত হয়।

হতাহতের সংখ্য আরোও বাড়ার আশংকা করছেন হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা। ওসি সাফায়েত আরও জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখি লবনবাহী একটি ট্রাকের সাথে মুরাদনগরের কোম্পানীগঞ্জের দিক থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে লেগুনাটি দুমড়েমুষড়ে যায় এবং লেগুনার ৪ জন যাত্রী ঘটনা স্থলেই মারা যান। বাকীদের অবস্থা আশংকাজনক। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published.

scroll to top