ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেনের বিরুদ্ধে এক সহকারী শিক্ষিকাকে যৌন হয়রানি ও শ্নীলতাহানির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন আদালতে এ শিক্ষিকা গত রোববার অভিযোগ দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৮ মে নিজের মেয়ের জন্মদিনের কথা বলে শিক্ষিকাকে তার ব্রাহ্মণবাড়িয়ার বাসায় ডেকে নেন শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন। এ সময় তার পরিবারের অন্য সদস্যরা বাসায় না থাকার সুযোগে তিনি শিক্ষিকাকে শ্নীলতাহানির চেষ্টা করেন।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন বলেন, ওই শিক্ষিকার প্রতিষ্ঠানের অন্য এক শিক্ষিকার এমপিওভুক্তির সময় অভিযোগকারী শিক্ষিকা শিক্ষা কর্মকর্তার নামে ৫০ হাজার টাকা ও খালি চেক নেন। বিষয়টি তিনি অবগত হয়ে টাকা ও চেক ফেরতের নির্দেশ দিলে ওই শিক্ষিকা এ মিথ্যা অভিযোগ আনেন।