করোনা সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও ঢাকা-৯ আসনের সংসদ সদস্য জনাব সাবের হোসেন চৌধুরীর নির্দেশনায় বুধবার (৭ এপ্রিল) সন্ধায় মুগদায় পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করেছে মুগদা থানার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া খান রাজা।
মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় দেশজুড়ে সরকার নির্দেশিত সাত দিনের লকডাউন চলছে। সীমিত পরিসরে প্রায় সব অফিস খোলা থাকায় লকডাউনেও অনেকটা বাধ্য হয়েই বাইরে বের হচ্ছেন নগরবাসী।
তাই বুধবার (৭ এপ্রিল) সন্ধায় ঢাকা-৯ আসনের সংসদ সদস্য জনাব সাবের হোসেন চৌধুরীর নির্দেশনায় রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও ওয়ার্ডের বিভিন্ন সড়কে পাঁয়ে হেটে আওয়ামী লীগের নেতাকর্মীরা সাধারণ মানুষের মধ্যে এ মাস্ক বিতরণ করেন। সংগঠনের ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক জনাব গোলাম কিবরিয়া খান রাজা এ মাস্ক বিতরণ কর্মসূচির নেতৃত্ব দেন।
এ সময় ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া খান রাজা বলেন, করোনা সংক্রমণ দিন দিন বেড়ে চলেছে। বাড়ির বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করে চলাফেরা করতে হবে।
তিনি আরো বলেন, আমরা সবাই যদি সচেতন হই, আর যার যার অবস্থান থেকে অন্যকে সচেতন করি তাহলে যে কোনো মহামারি থেকে বাংলাদেশের জনগণকে রক্ষা করা সম্ভব। করোনা সংক্রমণ মোকাবেলা করতে সকলের প্রতি উদাত্ত আহ্বান এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।