প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন ১৩তম গ্রেডে প্রদান করতে আইবাস++ এ অন্তর্ভুক্তি কার্যক্রম চলছে। এছাড়া ইএফটির মাধ্যমে বেতন তুলতে শিক্ষকদের তথ্য এন্ট্রি করা হচ্ছে।
তবে অনেক উপজেলায় তথ্য অন্তর্ভুক্ত করতে কতিপয় শিক্ষক নেতা ও কিছু অসাধু শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে। এসব বন্ধে এবার উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।
ডিপিইর পক্ষ থেকে, শিক্ষকদের ইএফটিতে বেতন পেতে কোন ধরনের লেনদেন না করার পরামর্শ দেয়া হয়েছে। একইসাথে এ বিষয়ে যেকোন অভিযোগ জানাতে ৪ জন ফোকাল পয়েন্ট কর্মকর্তা নিয়োজিত করা হয়েছে। এ সংক্রান্ত কোন অভিযোগ থাকলে ফোকাল পয়েন্ট কর্মকর্তাদের জানাতে বলা হয়েছে।
প্রথম খবরের পাঠকদের জন্য অধিদপ্তরের ফোকাল পয়েন্ট কর্মকর্তা ও তাদের ফোন নম্বরগুলো তুলে ধরা হলো-
১) সহকারী পরিচালক মো. নুরুল ইসলাম। ফোন নাম্বার: ০১৭৪২৪৮০২০১
২) শিক্ষা অফিসার তাপস কুমার সরকার। ফোন নাম্বার: ০৭১১৪৬১০৪৯
৩) সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা মৃত্যুঞ্জয় সরকার। ফোন নাম্বার: ০১৭১২৭৫৯৬১৫
৪) প্রক্রিউরমেন্ট অফিসার আ ফ ম জাহিদ ইকবাল। ফোন নাম্বার: ০১৫৫২৪৩৯১২৮