ময়মনসিংহের গৌরীপুরে ‘ধর্ষণ-নিপীড়ন আর নয়’ স্লোগানে বিশ্ব যৌন নিপীড়ন বিরোধী দিবস পালন করেছে যুগান্তর স্বজন সমাবেশে। শুক্রবার দিবসটি উপলক্ষে পৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌন হয়রানি থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়। এ সময় যৌন নিপীড়নে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানায় তারা।
সমাবেশে বক্তরা বলেন, যৌন হয়রানির কারণে পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ইতোমধ্যে কয়েক ছাত্রী চলে গেছে। আবারো যাবার উপক্রম হয়েছে, বরাবরের মতোই নিশ্চুপ প্রাথমিক শিক্ষা অধিদফতর। আর শিক্ষা অফিসেও এসব শিক্ষকদের বিচার না করে তাদের মদদ দিচ্ছে। অবিলম্বে শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিত করার দাবি জানান তারা।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি ও ইসলামাবাদ সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ মো. এমদাদুল হক। এছাড়া সঞ্চালনা করেন গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন।
সমাবেশে বক্তব্য রাখেন- গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল কাদির, এসো গৌরীপুর গড়ি সংগঠনের সমন্বয়কারী আবু কাউছার চৌধুরী রন্টি, গৌরীপুর পৌর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি মো. ইয়াহিয়া, পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি ব্যবসায়ী চন্দন কুমার এস, গৌরীপুর উদীচী শিল্পীগোষ্ঠীর সাবেক সভাপতি কবি পলাশ মাজহার, কালিখলা বাজার রক্ষাকালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক শংকর ঘোষ পিলু, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সমন্বয়কারী মো. আশিকুর রহমান রাজিব, গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক কবি সেলিম আল রাজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিজন চন্দ্র সরকার ও ব্যবসায়ী মো. হারুন মিয়া প্রমুখ।