৩০০ কোটি টাকা পাবে ১৫ হাজার প্রাথমিক বিদ্যালয়

ক্ষুদ্র মেরামতের জন্য দেশের ১৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পেয়েছে ৩০০ কোটি টাকা। এ অর্থের মধ্যে প্রতিটি স্কুল ২ লাখ করে টাকা পাবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানা গেছে, এ বরাদ্দের টাকা যাতে কোনভাবে ভিন্ন খাতে খরচ না হয় সেদিকে নজর রাখা হবে। পুরো টাকার খরচের সব ভাউচার রাখতে হবে।

প্রাথমিকভাবে বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামতের জন্য বরাদ্দকৃত টাকা ব্যয়ের বিবরণী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক বরাবর পাঠাতে হবে। এই কাজটি করবেন মাঠ পর্যায়ের কর্মকর্তারা।

বিভাগীয় উপ-পরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। তারা পুরো বিষয়টি তদারকি করবেন।

প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির উপ-পরিচালক এইচ এম আবুল বাশার বলেন, বরাদ্দকৃত অর্থ কোনো অবস্থাতেই অন্য কাজে ব্যয় করা যাবে না। বরাদ্দকৃত অর্থের অতিরিক্ত টাকাও উত্তোলন করা যাবে না। অডিট কার্যক্রমের জন্য মেরামতের সব খরচের ভাউচার সংরক্ষণ করতে হবে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published.

scroll to top