প্রাথমিক শিক্ষা অধিদফতরের নতুন নির্দেশ

প্রাথমিক শিক্ষার্থীদের ট্রাফিক আইন ও রাস্তায় চলাচলের নিয়ম শেখাতে নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

কুমিল্লা সদর দক্ষিণের বিজয়পুর রেলগেট এলাকায় বুধবার (৯ মার্চ) ট্রেনে কাটা পড়ে তিন স্কুলছাত্রী নিহত হওয়ার ঘটনার দুইদিন পর এ নির্দেশনা দেওয়া হলো।

জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, ‘কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন জন ছাত্রী মারা গেছে। শিক্ষার্থীদের সচেতন করলে এমন ঘটনা ঘটবে না। আমরা দেখেছি, করোনার বিস্তার রোধে শিশু শিক্ষার্থীরা মাস্ক ব্যবহার করছে। এমনকি অভিভাবকদেরও মাস্ক পরাতে বাধ্য করছেন শিক্ষার্থীরা। সে কারণে ক্লাসের শুরুতে যে ১৫ মিনিট কোভি ড-১৯ সচেতনতা শেখানো হচ্ছে, ওই সময়ের মধ্যে কিছু সময় ট্রাফিক আইন ও সড়কে চলাচলের নিয়ম শেখাবেন শিক্ষকরা।’

এর আগে, গত ১৬ জুন প্রাথমিক শিক্ষা অধিদফতর স্কুল কর্তৃপক্ষকে কমিউনিটি পুলিশ অথবা নিজস্ব ব্যবস্থাপনায় স্কুলের সামনে শিক্ষার্থীদের রাস্তা পরাপার, গাড়িতে ওঠা-নামা মনিটরিং করা এবং শিক্ষার্থীদের মধ্যে ট্রাফিক আইন ও সড়ক ব্যবহারে সচেতনতা সৃষ্টি বিষয়ক প্রোগ্রাম আয়োজন করার নির্দেশ দেওয়া হয়। 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, গত ১৩ এপ্রিল সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিআরটিএ পত্র পাঠায়। বিআরটিএ কর্তৃপক্ষের নির্দেশনা বাস্তবায়নে প্রাথমিক শিক্ষা অধিদফতরকে গত ২৭ মে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা দেয়। ওই নির্দেশনার আলোকে প্রাথমিক শিক্ষা অধিদফতর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়।

প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদফতরের সব প্রকল্প পরিচালক, বিভাগীয় সব উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পিটিআইগুলোর সুপারিন্টেনডেন্টকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছিল।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published.

scroll to top