ঈদের ছুটি নিয়ে ‘বড় দুঃসংবাদ’ পেলেন শিক্ষকরা, জরুরি নির্দেশনা

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষক, মাঠ কর্মকর্তা ও কর্মচারীরা ঈদের ছুটিতে কর্মস্থল ত্যাগ করতে পারবে না।

বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এই নির্দেশ দিয়েছে। অন্যদিকে বন্যার সময় আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে আবারো নির্দেশ দেওয়া হয়েছে।

আরো পড়ুনঃ ঈদের ছুটি নিয়ে ‘বড় দুঃসংবাদ’ পেলেন শিক্ষকরা, জরুরি নির্দেশনা

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আদেশে বলা হয়, চলমান বন্যা পরিস্থিতির কারণে এবং কোভিড-১৯ ভাইরাস রোগের বিস্তার রোধে সকল পর্যায়ের কর্মকর্তা শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা আসন্ন ঈদুল আজহার সরকারি বা ঐচ্ছিক ছুটিতে কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

প্রসঙ্গত, আগামী ১ আগস্ট পবিত্র ঈদুল আজহা। ঈদের এই সময় তিনদিন ছুটি থাকে। ঈদের আগের দিন, ঈদের দিন এবং ঈদের পরের দিন।

অন্যদিকে করোনার কারণে আগামী ৬ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published.

scroll to top