করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারি নির্দেশনা উপেক্ষা করে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়নের সোতাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খোলা রয়েছে। শিক্ষার্থীরা সামাজিক দূরত্ব বজায় না রেখে এবং অধিকাংশই মাস্কবিহীন অবস্থায় বিদ্যালয়ে আসছে। ফলে ব্যাপকভাবে করোনা সংক্রামণের আশঙ্কা করছে সচেতনমহল।
বুধবার (২ সেপ্টেম্বর) বিদ্যালয়ে গিয়ে দেখা যায় একটি কক্ষে ১০ থেকে ১৫ জন শিক্ষার্থী ক্লাস করছে। এছাড়া শিক্ষক মিলনায়তনও ক্লাস নিচ্ছেন একজন শিক্ষক। সে সময় অধিকাংশ শিক্ষার্থীর মুখেই মাস্ক ছিল না। ছিল না নির্দিষ্ট সামাজিক দূরত্ব।
এ ব্যাপারে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাদিরা বেগম বলেন, ক্লাস নেয়ার বিষয়ে ডিপিইও অর্থাৎ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মৌখিক নির্দেশনা আছে। অফিস থেকে চার পাতার একটা চিঠি স্কুল কর্তৃপক্ষকে দেয়া হয়েছে, যেখানে উল্লেখ আছে প্রয়োজনে অভিজ্ঞ শিক্ষকরা পঞ্চম শ্রেণির ক্লাস নিতে পারবেন
তবে নাম প্রকাশে অনিচ্ছুক অভিভাবক জানান, ওই বিদ্যালয়ে টাকার বিনিময়ে কোচিং করানো হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু আহাদ বলেন, 'এতেতো দোষের কিছু নাই। বাচ্চাদেরতো উপকারই হচ্ছে।'
সরকারি নির্দেশনা আছে কি-না জানতে চাইলে তিনি বলেন, 'সরকার স্কুলে এনে বাচ্চাদের পড়াতে বলেনি। মোবাইলে পাঠ দিতে বলেছে। বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতে হবে।'