আগামী বছর থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুক্র ও শনিবার দুইদিন সাপ্তাহিক ছুটি হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তবে নতুন কারিকুলামে যারা যুক্ত হচ্ছেন, তারা এখন থেকেই সপ্তাহে দুদিন করে ছুটি পাবেন বলেও জানান তিনি।
শনিবার বিকেলে নতুন কারিকুলামের পাইলটিংয়ের জন্য নির্বাচিত ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণির জন্য নির্ধারিত পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
সেসময় তিনি জানান, ২০২৪ সাল থেকে নবম শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা নামে কোনো আলাদা বিভাগ থাকবে না।