কেন সরিয়ে নেয়া হলো নিশো-মেহজাবিনের নাটক?

ঈদের নাটক হিসেবে সিএমভির ইউটিউব চ্যানেলে প্রচার হয়েছে 'ঘটনা সত্য'। রুবেল হাসান নির্মিত এ নাটকে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী ও আফরান নিশো। নাটকটি নিয়ে চলছে অনেক সমালোচনা।

'ঘটনা সত্য’ নাটকে প্রতিবন্ধী শিশুদের নিয়ে ‘ভুল বার্তা’ দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সমালোচনার মুখে নাটকটি ইউটিউব থেকে সরিয়ে নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সেন্ট্রাল মিউজিক অ্যান্ড ভিডিও (সিএমভি

পাশাপাশি এই প্রেক্ষিতে ভুল বার্তার নাটক প্রচারের জন্য দুঃখ প্রকাশ করেছে 'ঘটনা সত্য'র প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি ও এর পুরো টিম।

আজ ২৫ জুলাই এক ই-মেইল বার্তায় সিএমভির কর্ণধার এসকে শাহেদ আলী পাপ্পুর পক্ষে এই দুঃখ প্রকাশের বিজ্ঞপ্তি আসে।

সেখানে পাপ্পু বলেন, 'বরাবরই আমরা আপনাদের সহযোগিতা ও ভালোবাসা পেয়েছি। এর জন্য আজীবন কৃতজ্ঞ আমরা।

২৪ জুলাই ‘ঘটনা সত্য’ নামের একটি ঈদের নাটক প্রকাশ করেছি আমাদের ইউটিউব চ্যানেলে। সেটি নিয়ে কিছু আলোচনা লক্ষ্য করেছি। অভিযোগও করেছেন অনেক দর্শক। নাটকটি প্রকাশের পর অনেকেই জানিয়েছেন, এ নাটকের মাধ্যমে ভুল বার্তা দেয়া হয়েছে। অভিযোগটির সাথে আমরা সহমত পোষণ করছি।

তাই ‘ঘটনা সত্য’ নাটকের নাট্যকার, পরিচালক, প্রযোজক, শিল্পী এবং কলাকুশলীদের পক্ষ থেকে আমরা গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। একইভাবে দুঃখ প্রকাশ করেছেন নির্মাতা রুবেল হাসান ও অভিনয়শিল্পী আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীও।

বিষয়টি একেবারেই অনাকাঙ্ক্ষিত। যারা আমাদের নাটক ‘ঘটনা সত্য’র এ বিষয়টি সম্পর্কে অবহিত করেছেন, সবাইকে অকুণ্ঠ ধন্যবাদ জানাই। সেই সাথে জানাই, প্রথম বার্তা পাবার পরপরই আমরা উপলব্ধি করি, অসাবধানতাবশত নাটকে আমরা ভুল একটি বার্তা পৌছে দিয়েছিলাম। এরপর আমরা সঙ্গে সঙ্গেই নাটকটি ইউটিউব থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেই। প্রয়োজনীয় সংশোধনের পর নাটকটি পুনরায় আবারো পরবর্তীতে প্রকাশ করা হবে।

সবশেষে প্রত্যেক বাবা-মা ও সন্তানের প্রতি আমাদের ভালবাসা জানাই। সেই সাথে, ভবিষ্যতে এমন প্রযোজনা তৈরি করার প্রতিশ্রুতি দিচ্ছি যা সঠিক বার্তা সমাজে ছড়িয়ে দেয় এবং দর্শকদের সঠিক পথে পরিচালিত করে।'

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published.

scroll to top