নির্বাচনে অংশ না নিয়েও এই নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বিতায় ছিলো বিএনপি। অদৃশ্য প্রার্থিতা ছিলো প্রতিটি আসনে। সবশেষে জয়-পরাজয় চোখের সামনে। বিএনপি ভোটের দিনই তাদের বিজয় ঘোষণা করেছে। বলেছে, জনগণ নির্বাচন বর্জন করার মাধ্যমে তাদের অসহযোগ আন্দোলন সফল করে দিয়েছে।
আওয়ামী লীগ আকাশচুম্বী বিজয় লাভ করেছে দ্বাদশ সংসদ নির্বাচনে। প্রথাগতভাবে বিএনপি এই বিজয়কে পাতানো নির্বাচনের ফল বলে প্রত্যাখ্যান করেছে। বিএনপির পক্ষ থেকে নির্বাচনের পরদিন সোমবার সাংবাদিকদের জানানো হয়েছে,তারা নির্বাচন বাতিল করে নতুন নির্বাচন চান।
আন্তর্জাতিক গণমাধ্যমে নির্বাচনের সংবাদ প্রকাশ হয়েছে। নির্বাচনে ভোট কম পড়লেও স্বচ্ছ-সুন্দর নির্বাচন হয়েছে এমন মন্তব্য করেছে আন্তর্জাতিক পর্যবেক্ষকগণও। ভোটার উপস্থিতি বিষয়ে তাদেরও একই মত। একইসঙ্গে প্রায় সবাই বলেছেন,গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটার সংখ্যা নির্ধারিত না থাকায় নির্বাচনকে সুষ্ঠু বলতে বাধা ছিলো না।
বিএনপির নির্বাচন বর্জনের সুফল পেয়েছে আওয়ামী লীগ, আর বিএনপির ক্ষতিটা যে কত বড় তা বোঝা যাবে শিগগিরই, যখন তাদের আন্দোলনগুলো আরও ম্রিয়মাণ হবে, জনসম্পৃক্ততা যখন আরও ক্ষয়িষ্ণু হবে।
বিএনপি যে যুক্তরাষ্ট্রকে ভরসাস্থল মনে করেছিলো, সেই মার্কিন দেশীয় পর্যবেক্ষক জিম বেটস বলেছেন, ‘আমি শান্তিপূর্ণ,অবাধ ও সুষ্ঠু ভোট দেখেছি’। ফিলিস্তিনের প্রধান নির্বাচন কমিশনার হিসাম খুহাইল বলেন, ভোটকেন্দ্রে ভোটারদের জন্য ভোটদানের পদ্ধতিটি খুবই সাধারণ ও সহজ ছিলো।
প্রতিটি ভোট দেওয়ায় সময় লেগেছে ১.১৫ সেকেন্ড থেকে আড়াই সেকেন্ড,যা প্রশংসীয়ভাবে দক্ষ এবং আন্তর্জাতিক মানদণ্ডের। কত শতাংশ ভোট পড়ল সেটা রাজনীতির বার্তা, আমাদের জন্য নয়।’ওআইসি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান শাকির মাহমুদ বন্দর বলেন, বাংলাদেশের জাতীয় নির্বাচন সুসংগঠিত ও শান্তিপূর্ণভাবে হয়েছে।’ একই মনোভাব ব্যক্ত করেছেন স্কটিশ ন্যাশনাল পার্টির রাজনীতিবিদ ও এমপি মার্টিন ডে, আরব পার্লামেন্টের সদস্য আবদিহাকিম মোয়াল্লিম ও অন্যরা।
লক্ষ্যণীয় নির্বাচনের দীর্ঘদিন আগে থেকে যুক্তরাষ্ট্রের ভিসা স্যাংসন বিষয়ে ব্যাপক আলোচনা ছিলো। বিএনপি সবসময় বলতো যুক্তরাষ্ট্র তাদের পক্ষে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্র ভিসা নীতির বিষয়টি বারবার প্রকাশ করেছে, বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠানে কেউ প্রতিবন্ধকতা তৈরি করলে তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগের বিষয়টি ব্যাপকভাবে প্রচারও পেয়েছে।
সেই যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষকও বললেন নির্বাচন সুষ্ঠু হয়েছে। সুতরাং নির্বাচনের সুষ্ঠু হওয়ার বিষয়ে আর কারো দ্বিমত থাকার অবকাশ নেই। বরং তাদের বাংলাদেশে উপস্থিতকালে তারা দেখেছেন, কিভাবে চট্টগ্রামে বিএনপি প্রকাশ্য দিনের বেলা পুলিশকে আক্রমণ করেছে, ভোটারদের ভোটকেন্দ্রে আসতে বাধা প্রদান করেছে। এখন তারা তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী কার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন সেটা তাদের বিষয়।
নির্বাচনের পরদিন চিন আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেছে স্বচ্ছ ও সুন্দর নির্বাচন হয়েছে বলে। ভারতীয় গণমাধ্যমগুলোর মতো ভারতীয় সরকারও যে নির্বাচন বিষয়ে একইমত প্রকাশ করবে তা স্বাভাবিক। এবং তারা পরদিনই শেখ হাসিনাকে অভিনন্দনও জানিয়েছে। তাহলে এই নির্বাচনের বৈধতা নিয়ে বিতর্কের কিছু অবশিষ্ট থাকছে না। নির্বাচন পরবর্তী বিএনপির প্রথম আনুষ্ঠানিক বক্তব্য নতুন নির্বাচন দাবির যৌক্তিকতা স্বাভাবিক কারণেই প্রশ্নের মুখে পড়ে।
পরদিন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকগণ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে একবাক্যে স্বীকার করেছেন, সুষ্ঠু নির্বাচন হওয়ার কথা। একইভাবে নির্বাচনের পরদিন বেশ কিছু দেশের রাষ্ট্রদূতগণও বলেছেন, অত্যন্ত সুন্দর পরিবেশে নির্বাচন হয়েছে, যা প্রশংসারও দাবি রাখে।