চলতি মাসের শেষে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

উন্নত চিকিৎসার জন্য চলতি মাসের শেষের দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন যাবেন। এ জন্য আগামী ২১ ডিসেম্বরের মুক্তিযোদ্ধা সমাবেশে স্থগিত করা হয়েছে। দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত হওয়ার তথ্য জানান।

জানা গেছে, ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশে অংশ নেওয়ার কথা ছিল বিএনপি চেয়ারপারসনের। তবে তার শারীরিক অসুস্থতার কারণে এই আয়োজন স্থগিত করেছে মুক্তিযোদ্ধা দল। লন্ডনে চিকিৎসা শেষে খালেদা জিয়া সুস্থ হওয়ার পরই অনুষ্ঠানের আয়োজন করা হবে।

সম্প্রতি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত সাংবাদিকদের জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এর মাধ্যমে দীর্ঘ সাত বছর পর এই প্রথম রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছেন তিনি।

Share this post

PinIt
scroll to top