জুলাই গণ-অভ্যুত্থানের পরে আমরা আশা করেছিলাম রাজনৈতিক দলগুলো জনগণের অভিপ্রায় ও কমিটমেন্ট নিয়ে কথা বলবে, কিন্তু দুর্ভাগ্যবশত ক্রেডিট ছিনতাইয়ের কালচারে আমরা চলে গেছি বলে মন্তব্য করেছেন সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক মেজর (অব.) আহমেদ ফেরদৌস।
শুক্রবার (২৫ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা আশা করেছিলাম জনগণের দাবি দাওয়া নিয়ে কথা বলবো। গরিব মানুষের অধিকার নিয়ে কেউ কথা বলে না। এই গরিব মানুষগুলার পানির কথা কেউ বলে না। আমার জন্ম স্বাধীনতার আগে, আমি নিজে দেখেছি ঢাকা ও চট্টগ্রামে শহরে মানুষের গোসল করার অনেক জায়গা ছিল। আগে শুনেছি মোঘল আমল ও সুলতানি আমলেও ছিল, এখন নাই। ‘
আহমেদ ফেরদৌস বলেন, ‘আমাদের দেশে এতো মিষ্টি পানি, আল্লাহ আমাদের এতো মিষ্টি পানি দিয়েছে, আর এই পানির আমরা এতো অপব্যবহার করছি, পরিবেশ দূষণ করছি, এসিডগুলো পানিতে ফেলছি। পানি কিনে খাওয়ার কালচার যখন শুরু হলো তখন থেকেই পানির কোয়ালিটি নষ্ট হওয়া শুরু হয়েছে। ‘
আহমেদ ফেরদৌস আরও বলেন, ‘যখন থেকে এই পানির ব্যবসা শুরু হলো তখন থেকে ওয়াসার পানির মান নিম্নে চলে গেছে। গত সরকারের আমলে ঢাকা ওয়াসায় প্রথম থেকে শেষ পর্যন্ত একজন এমডি ছিলেন। ওয়াসার পানিতে কেঁচো ও ময়লা পাওয়া যায়। ‘ এসময় তিনি সিটি কর্পোরেশনের কাছে শ্রমজীবী মানুষের জন্য বিনামূল্যে রাস্তার মোড়ে মোড়ে নিরাপদ পানির দাবি জানিয়েছেন।
মেজর আহমেদ ফেরদৌস বলেন, ‘সিটি করপোরেশনের কাছে দাবি অন্তত প্রত্যেক ওয়ার্ডের মোড়ে মোড়ে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করুন। পানি আমাদের জীবন বাঁচাতে সহায়ক হিসেবে কাজ করছে। আমাদের টাকার যে বাজেট, তাতে সুপেয় পানি বরাদ্দ দেওয়া বড় কোনো কাজ না। শুধু মন-মানসিকতার ব্যাপার। ‘
এই মানববন্ধন ও গণসমাবেশে উপস্থিত ছিলেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। তিনি বলেন, ‘গণ–অভ্যুত্থানের পর সরকার ক্ষমতায় এসেছে। আমরা মনে করি, এই সরকার আমরা যেমন করে প্রত্যাশা করেছিলাম, তেমন করে হয়নি। গণ–অভ্যুত্থানের যে পূর্ণ ক্ষমতাসম্পন্ন একটি সরকার দরকার ছিল, সেটি আমরা পাইনি। না পাওয়ার ফলে আমরা অনেক কিছু নীতিনির্ধারণের ক্ষেত্রে এবং গণ–অভ্যুত্থানে জনগণকে সুফল পৌঁছে দিতে অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছি।’
শহরের গরিব শ্রমজীবী মানুষের জন্য বিনা মূল্যে রাস্তার মোড়ে মোড়ে বিশুদ্ধ পানির দাবিতে মানববন্ধন এবং গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ফরহাদ মজহার। শুক্রবার প্রেসক্লাবের সামনে এ সমাবেশ হয়। ভাববৈঠকি, জুলাই কমিউনিটি অ্যালায়েন্স মিরপুর ও গণ–অভ্যুত্থান সুরক্ষা মঞ্চ যৌথভাবে এর আয়োজন করে।
মানববন্ধন ও গণসমাবেশে আরও বক্তব্য দেন রিকশাচালক স্বপন মিয়া, উবিনীগের গবেষক সীমা দাস, লেখক ও প্রকৌশলী সাদিক মোহাম্মদ আলম, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ, এনসিপির যুগ্ম সদস্যসচিব প্রীতম দাশ, অধিকারকর্মী জাহিদুল ইসলাম, ছাত্র সমন্বয়ক ফরহাদ হোসেন, গণ আকাঙ্ক্ষা মঞ্চের আহ্বায়ক আবদুল মজিদ প্রমুখ।





