বাংলাদেশিসহ ১০০ অভিবাসীকে ফেরত পাঠালো রোমানিয়া

২০২৪ সালের প্রথম ১১ দিনে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ১০০ অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে রোমানিয়া। দেশটির জেনারেল ইনস্পেক্টরেট ফর ইমিগ্রেশন (আইজিআই) এ তথ্য জানিয়েছে।

নতুন বছরের শুরু থেকে আটটি আলাদা অভিযানে বিভিন্ন দেশের ১০০ জন নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে আইজিআই। রোমানিয়ার আইনশৃঙ্খলা বাহিনী নিজস্ব এসকর্ট দিয়ে বহিষ্কারাদেশ কার্যকর করেছে।প্রথম অভিযানে গত ৩ জানুয়ারি ছয়জন শ্রীলঙ্কান এবং ছয়জন নেপালি অভিবাসীকে ফেরত পাঠানো হয়।

দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় ৫ জানুয়ারি। ওই দিন আরাদ ও অতোপেনি সীমান্তের একটি কেন্দ্র থেকে নয়জনকে ফেরত পাঠায় রোমানিয়া কর্তৃপক্ষ।

৬ জানুয়ারি রোমানিয়া ছাড়ার নোটিশ পাওয়া এক তুর্কি নাগরিকের বহিষ্কারাদেশ বাস্তবায়ন করে বুখারেস্ট।

৭ জানুয়ারি ফেরত পাঠানো হয় বিভিন্ন দেশের ১৮ জন নাগরিককে। একই দিন, বাংলাদেশ ও মরক্কোর ১৮ জন নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠায় রোমানিয়া সীমান্ত পুলিশ।

গত ৮ ও ১০ জানুয়ারি দুটি পৃথক অভিযানে মোট ৩৭ জন অনিয়মিত অভিবাসীকে রোমানিয়া থেকে বহিষ্কারের তথ্য দিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ।

Share this post

PinIt
scroll to top