শেরে বাংলার একাডেমি মাঠে হঠাৎ বোলিং অনুশীলন মাশরাফির

প্রথমে শোনা গিয়েছিল, তিনি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের শুরু থেকেই খেলবেন। পরে জানা গেল, করোনার ধাক্কা কাটিয়ে সুস্থ হলেও ঠিক মাঠে ফেরার অবস্থায় নেই মাশরাফি বিন মর্তুজা। তাই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে এখন পর্যন্ত খেলা হয়নি দেশের ক্রিকেট ইতিহাসের সফলতম ওয়ানডে অধিনায়ক।

বলার অপেক্ষা রাখে না, দুই-আড়াই মাস আগে করোনা আক্রান্ত হয়েছিলেন নড়াইল এক্সপ্রেস। তিন সপ্তাহের ভেতরে নেগেটিভ হলেও করোনার পরে শারীরিক দুর্বলতা ভুগিয়েছে বেশ। যে কারণে এখনও মাঠে নামা সম্ভব হয়নি।

তবে মাঠের বাইরে থাকা মাশরাফিকে নিয়েও রাজ্যের কথাবার্তা। নানা জল্পনা-কল্পনা। প্রিয় তারকাকে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে না দেখে হতাশ কোটি মাশরাফি ভক্তের মনে ঘুরপাক খাচ্ছে প্রশ্ন- মাশরাফি কি খেলবেন? যদি খেলেন, তবে কোন দলের হয়ে? কবে মাঠে নামবেন?

শেরে বাংলায় ব্যাপক গুঞ্জন, ফরচুন বরিশালের হয়ে খেলতে পারেন মাশরাফি। সেই গুঞ্জনের পালে হাওয়া লাগিয়েই যেন অনুশীলনে নেমে পড়লেন এই পেসার। মাঝে একা একা রানিং করলেও আজ মঙ্গলবারই প্রথম শেরে বাংলার একাডেমি মাঠে বোলিং করেছেন নড়াইল এক্সপ্রেস। তবে কি বরিশালের হয়েই অনুশীলন? না, আসলে তা নয়। মাশরাফি বোলিং অনুশীলন করেছেন নিজ উদ্যোগে, দলের হয়ে নয়।

বিসিবির ট্রেনার তুষার কান্তি হাওলাদার জাগো নিউজকে জানিয়েছেন, মাশরাফি আজ দুপুরে শেরে বাংলার একাডেমি মাঠে রানিংয়ের পাশাপাশি বোলিং করেছেন। ৪ ওভার পুরো ফুল রানআপে বল করেছেন এ দেশসেরা পেসার।

তুষার আরও জানান, দুপুর ১২ টার পর মাশরাফিই ফোনে তাকে অনুরোধ করেন শেরে বাংলার একাডেমি মাঠের সেন্টার উইকেটে বোলিং প্র্যাকটিসে থাকার জন্য। সঙ্গে সঙ্গেই চলে যান বিসিবি ট্রেনার, পুরোটা সময় থেকেছেন মাশরাফির অনুশীলনে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published.

scroll to top