মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে শক্তভাবে সাড়া দেবে রাশিয়া

ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র এ পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে যেসব নিষেধাজ্ঞা দিয়েছে তাতে রাশিয়া বিচলিত নয়, বরং শক্তভাবে সেসব নিষেধাজ্ঞার সাড়া দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক মুখপাত্র রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা তাস নিউজ এজেন্সিকে বুধবার এ সম্পর্কে বলেন, ‘রাশিয়া এসব নিষেধাজ্ঞায় বিচলিত নয় এবং শক্তভাবে এসবের জবাব দেওয়া হবে। সেই জবাব হয়তো যুক্তরাষ্ট্রের মতো হবে না, তবে নিঃসন্দেহে দেশটির জন্য স্পর্শকাতর হবে।’

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দোনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া ও দেশটির সরকারি বাহিনীর হাত থেকে এই দুই রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে সেনা পাঠানোয় মঙ্গলবার রাশিয়ার বিরুদ্ধে কিছু নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।

ইতোমধ্যে রুশ ব্যাংক ভিইবি ও দেশটির সামরিক বাহিনীর একটি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন সরকার। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই নিষেধাজ্ঞার ফলে পশ্চিমের দেশগুলো থেকে আর কোনো অর্থ পাবে না রাশিয়া।

এছাড়া, রাশিয়ার প্রভাবশালী বেশ কিছু ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের রয়েছে বলে মঙ্গলবার এক ভাষণে জানিয়েছেন বাইডেন।

পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, রুশ সেনাবাহিনী যদি পশ্চিম ইউক্রেনের দিকে অগ্রসর হয়, সেক্ষেত্রে আরও বেশি নিষেধাজ্ঞা জারি করা হবে।

বুধবার তাস নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই মুখপাত্র বলেন, ‘নিজেদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হলেই যুক্তরাষ্ট্র তার নিষেধাজ্ঞা নামের অস্ত্রটির প্রয়োগ করে। এই এককেন্দ্রীক বিশ্বের মোড়ল হওয়ায় এখনও যুক্তরাষ্ট্রের সেই ক্ষমতা আছে।’

‘এর আগেও যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে, কিন্তু তাতে দেশের অর্থনৈতিক উন্নয়নের গতি থেমে থাকেনি। এবারও থামবে না।’

‘আমরা একটি বিষয় স্পষ্টভাবে বলতে চাই— যতই নিষেধাজ্ঞা আসুক. রাশিয়া কোনোভাবেই জাতীয় স্বার্থ ও ভৌগলিক নিরাপত্তার সঙ্গে আপোস করবে না।’

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published.

scroll to top