কুমিল্লায় মাটি খুঁড়তে গিয়ে বেরিয়ে এল ৫টি মর্টার শেল

কোদালের কোপ লাগতেই বিকট শব্দ হয়ে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় চারদিক। এতে ভীষণ ভয় পেয়ে দৌঁড়ে পালান শ্রমিকেরা

কুমিল্লার চান্দিনায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) ভবন নির্মাণ কাজ চলাকালে মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত ৫টি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। মর্টার শেলগুলো মুক্তিযুদ্ধকালীন সময়ে বলে ধারণা করছে পুলিশ।

সোমবার (৪ জানুয়ারি) দুপুরে চান্দিনা উপজেলা সদরে হাসপাতাল রোডে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ইউনিট অফিস কাম ট্রেনিং সেন্টার ভবন নির্মাণ কাজের মাটি খুঁড়ে ওই ৫টি মর্টার শেল পায় নির্মাণ শ্রমিকরা। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ মর্টার শেলগুলো উদ্ধার করে।

নির্মাণ শ্রমিক মো. হজরত আলী জানান, আমরা ভবনের বেইস কাটার সময় প্রায় ৫ ফুট নিচে হঠাৎ কোদালের কোপ লাগে। এ সময় প্রায় এক হাত লম্বা পিতলের একটি গুলির মতো দেখতে পাই। আরও ৬ ইঞ্চি নিচে গেলে কোদালের কোপে বিকট শব্দ হয়ে ধোঁয়ায় চারিদিক অন্ধকার করে ফেলে। আমরা ভয়ে দৌঁড়ে পালাই। ধোঁয়া কমে গেলে মাটি সরিয়ে একই রকম আরও ৪টি পাই। পরে আমরা ঠিকাদারকে ফোন করে বিষয়টি জানাই।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামস্উদ্দীন মোহাম্মদ ইলিয়াছ প্রথম খবরকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং সেগুলো অবিস্ফোরিত মর্টার শেল বলে নিশ্চিত হয়ে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসি। ধারণা করা হচ্ছে যুদ্ধকালীন সময়ের মর্টার শেলগুলো মাটি চাপা দেওয়া হয়েছিল। পরবর্তীতে আমরা সেনাবাহিনীর মাধ্যমে সেগুলো নিষ্ক্রিয় করব।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published.

scroll to top