বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয়ের মাস উপলক্ষে ডিসেম্বরের প্রথম দিনে মেঘনা উপজেলার জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের মেঘনা থানার পক্ষ হতে নবাগত অফিসার ইনচার্জ জনাব মোঃ ছমিউদ্দিন ফুল দিয়ে থানা কম্পাউন্ডে শুভেচ্ছা জ্ঞাপন করেন।
পরবর্তীতে থানার ওসি উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের নিয়ে থানার আইন শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় করেন ।
এ সময় মেঘনা থানার নবাগত অফিসার ইনচার্জ জনাব মোঃ ছমিউদ্দিন বলেন, বিজয়ের মাসে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমরা মুক্তি অর্জন করেছি। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে বলেছিল এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বীর মুক্তিযোদ্ধারা জাতীর শ্রেষ্ঠ সন্তান এবং সব সময় মুক্তিযোদ্ধাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলো মেঘনা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব কামাল উদ্দিন ও ডেপুটি কমান্ডার জনাব মোঃ সিরাজুল ইসলামসহ উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাগণ।