সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি মেঘনা থানার নবগত ওসির

কুমিল্লার মেঘনায় বিট পুলিশিং মতবিনিময় সভায় সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন মেঘনা থানার নবগত অফিসার ইনচার্জ জনাব মোঃ ছমিউদ্দিন।  

গত ১ ডিসেম্বর বুধবার দুপুরে মেঘনা থানা পুলিশের আয়োজনে উপজেলার বড়কান্দা ইউনিয়নের হরিপুর প্রাথমিক বিদ্যালয়ে ও রাম নগর বাজার এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

বড়কান্দা ইউপি চেয়ারম্যান নব নির্বাচিত চেয়ারম্যান জনাব ফারুক হোসেন রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেঘনা থানার নবাগত অফিসার ইনচার্জ জনাব মোঃ ছমিউদ্দিন।

সভায় মতবিনিময় কালে নবাগত ওসি উপস্থিত লোকজনের আইন শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন অভিযোগ শ্রবন করে বিট অফিসারকে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য বিট অফিসারকে তাৎক্ষণিক নির্দেশনা প্রদান করেন ।

এ সময় ওসি বলেন, বড়কান্দা ইউনিয়নের সকল সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, মাদক সেবী, চোর ডাকাতদের থানায় আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য থানার ওসি কঠোর হুশিয়ারী প্রদান করেন। অন্যথায় অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণের কথা জানানো হয়।

 

বিট পুলিশিং সভাটি সঞ্চালনা করেন বড়কান্দা ইউনিয়ন বিটের দায়িত্ব প্রাপ্ত এসআই সাইফুল ইসলাম । 

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published.

scroll to top